প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ২০:১৫ (সোমবার)
ফিরে পাওয়া

শ্রান্ত জীবন নতুন বাঁকে এসে পেলো অমৃতের ঠিকানা,
তোমায় নিয়ে গল্প লিখতে বুঝি আর তো নেই মানা।
একপা দুপা করে এগুছে কবিতার অব্যক্ত পংক্তিমালা,
তোমার আলিঙ্গনে পূর্ণ হোক অপূর্ণতার জীবন ডালা।
মনের গহীনে মানসী হয়ে ছিলে যৌবন আর পৌঢ়বেলা,
জীবন সায়াহ্নে এসে চলো থমকে দেই আগামীর কালবেলা।
চুম্বনে চুম্বনে ফিরে আনি চলো হারিয়ে যাওয়া জীবনের ক্ষন,
পূর্ণতার অমৃত হ্রদে ভিজিয়ে রাখি চলো এ-ই নশ্বর জীবন।