প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১১:৫৬ (সোমবার)
সুনামগঞ্জে বিজিবি'র ওপর হামলার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যেদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিজিবি।বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের  তাহিরপুরের লাউরগড় বিওপির হাবিলদার আব্দুল আলীম বাদী হয়ে সোমবার ওই মামলাটি করেন। সরকারি কাজে বাধা দান, অস্ত্র, চোরাচালানের ফুচকা ছিনিয়ে নেওয়া, বিজিবি টহল দলের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন-চোরাকারবারি তারভেজ মিয়া, তার ভাই জিলানী মিয়া, হুমায়ুন, তোফাজ্জল হোসেন, আকাইদ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।
বিজিবি সূত্র জানায়, গত শনিবার (১৯ এপ্রিল) তাহিরপুরের লাউরগড় সীমান্তে বিজিবি টহল দলের হাত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা আটক ১২ বস্তা ভারতীয় ফুচকা ছিনিয়ে নেওয়ার পর বিজিবি সদস্যদের ওপর হামলা করা হয়। এসময় চোরাকারবারিরা টহল কমান্ডারের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শুক্রবার বিকালে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।