
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের সবাইকে আটক করে । আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।
এর আগে এর আগে বুধবার বড়লেখার লাতু ও পাল্লাতল সীমান্ত দিয়ে মোট ৪৪ জনকে পুশইন করেছিল বিএসএফ। তার আগে আরও ৫৮ জনকে একইভাবে তারা ঠেলে দিয়েছিল বাংলাদেশের ভেতরে।
এই ১৪জনসহ গত কয়েকদিনে মোট ১১৭জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের প্রায় সবার পরিচয় সনাক্তের পর জানা গেছে, তাদের প্রায় সবার বাড়িই যশোরের বিভিন্ন এলাকায়।