
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি।
ভারতের তেলেঙ্গানার হাইটেক্স প্রদর্শনী কেন্দ্রে শনিবার (৩১ মে) রাতে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে।
৭২তম মিস ওয়ার্ল্ড ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী ওপাল সুচাতা চুয়াংস্রি’র মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা।
১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যথারীতি পরিচিতি দিয়ে শুরু হয়। সেখানে প্রত্যেকে তাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন। প্রথম রাউন্ডের পর উপস্থাপকরা প্রতিটি মহাদেশ থেকে শীর্ষ ১০ জন প্রতিনিধির নাম ঘোষণা করেন। এরপর বিভিন্ন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতা এগিয়ে যায়। এর মধ্যে ছিল ট্যালেন্ট চ্যালেঞ্জ, বিউটি উইথ এ পারপাস, মাল্টিমিডিয়া চ্যালেঞ্জ ও টপ মডেল চ্যালেঞ্জ।
রাউন্ডগুলো প্রতিনিধিদের শারীরিক সৌন্দর্যের পাশাপাশি তাদের প্রতিভা, সামাজিক প্রভাব ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বের মূল্যায়ন করে।
শীর্ষ ৪-এ পৌঁছানোর পর বিচারক প্যানেল প্রতিজন প্রতিনিধিকে একটি করে প্রশ্ন করেন, যা তাঁদের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও সামাজিক প্রতিশ্রুতি পরীক্ষা করে। এই রাউন্ডের ভিত্তিতে ওপাল সুচাতা চুয়াংস্রি মিস ওয়ার্ল্ড ২০২৫-এর মুকুট জয় করেন। তাঁর গ্রেস, আত্মবিশ্বাস এবং স্তন ক্যান্সার সচেতনতার জন্য ‘ওপাল ফর হার’ প্রকল্প তাঁকে এই সম্মান এনে দেয়।
২২ বছর বয়সী সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।
মার্টিনিকের প্রতিনিধি অরেলি জোয়াচিম চতুর্থ স্থান পান। স্বাগতিক ভারতের প্রতিনিধি নন্দিনী গুপ্তা শীর্ষ ৮-এ স্থান পাননি।