
ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ তাদের গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভারতের পুশইন চলছে- এ বিষয়ে কি পদক্ষেপ নিবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল; তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নিব। কিন্তু তাদের জঙ্গলের ভিতর-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের (আচরণ) হওয়া উচিত না।
উপদেষ্টা বলেন, আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদেরকে প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নিব। এ বিষয়ে আমরা তাদেরকে বারবার বলে যাচ্ছি।
র্যাবের পোষাকে ছিনতাই কিভাবে হলো- জানতে চাইলে তিনি বলেন, র্যাবের পোষাক পরে যে ছিনতাই হয়েছে- সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনার।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সে অনুযায়ী নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ দেবে নির্বাচন কমিশন। তারা যে সময়ে নির্বাচনের ডেট ঠিক করবে, আমার মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই সময়ের প্রস্তুতি আছে। আমাদের পুলিশও প্রস্তুত আছে।’
এখনও পুলিশ সচল হয়নি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ কথা কে বলেছে! আপনারা যদি আগের ১৫ বছরের মতো ভাবেন, গেলেই পুলিশ পিটুনি দেবে, আমরা তো সেই পুলিশ চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। যারা সবার সঙ্গে ভালো আচরণ করবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখনের পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি একটিভ।’
তিনি বলেন, ‘আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সবাই একসঙ্গে হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার সন্তোষজনক ছিল। এটা আপনারাও লিখেছেন।’