প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১৬:৫২ (সোমবার)
সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় যুবদলনেতা বহিষ্কার 

ছবি: সংগৃহীত

সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকায় দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
রবিবার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, রোববার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারী খুলে দেবে না সরকার, এমনকি লিজও দেওয়া হবে না বলে জানান ওই দুই উপদেষ্টা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতারাসহ স্থানীয় জনতা মিলে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন।
এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টারা চলে যান। অভিযোগ উঠেছে এ বিক্ষোভের নেতৃত্ব দেন গোয়াইনঘাট যুবদল নেতা জাহিদ খান সহ ছাত্রদল-যুবদলের বেশ কিছু সংখ্যক নেতাকর্মী।