প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১৯:৩৬ (সোমবার)
সিলেটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নাজিম উদ্দীন (২৫) নামে এক যুবকের প্রাণ ঝরেছে। নিহত যুবক মোটরসাইকেলের চালক ছিলেন। এঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী লায়েক আহমদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাজিম উদ্দীন উপজেলার মানাউরা গ্রামের মৃত ফাত্তাহ মিয়ার ছেলে। গুরুতর আহত চিকিৎসাধীন লায়েক (২৩) একই গ্রামের জায়েদ মিয়ার ছেলে।
রবিবার (১৫ জুন)  দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের গোয়াইনঘাট টু বঙ্গবীর সড়কে সতী গ্রামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।
পুলিশ জানায়,  গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের লেংগুড়া ইউনিয়নে সতী এলাকার অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়রা এ ঘটনায় নাজিম উদ্দীন ও লায়েক কে  উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত লায়েককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই তরিকুল ইসলাম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, নিহত নাজিম উদ্দীন ও লায়েক পেশায় দুজনেই সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তারা সকালে দুজন একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে গোয়াইনঘাটে যাচ্ছিলেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন নামে এক যুবক  নিহত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।