প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ১০:৫২ (সোমবার)
ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক, চায় না ৬০% মার্কিন: জরিপ

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা, পাল্টা–হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাতে পারে।

তবে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে মার্কিনদের এমন অবস্থানের কথা উঠে এসেছে। খবর আল-জাজিরার।

জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তাঁরা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে। আর ২৪ শতাংশ বলেছেন, তাঁরা এখনো বিষয়টি নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

এদিকে জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু। আর ২৫ শতাংশ বলেছেন, দুই দেশের সম্পর্ক ‘অবন্ধুসুলভ’।