প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৪:৪৬ (সোমবার)
সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ফাইল ছবি

সিলেটে মনি আকতার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শানবার সন্ধ্যায় নগরীর শাহপরান থানার খাদিম পাড়া ২নং রোডের আলা মিয়ার বাড়ি থেকে গলায় উড়না দিয়ে পেচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় গৃহবধূর স্বামীকে পুলিশ  আটক করেছে ।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা করা স্বামী তার স্ত্রীকে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে তাজুলকে আসামী করে মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন।
পুলিশ জানায়, নিহত মনি আকতার হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাও গ্রামের মৃত আওয়াল মিয়ার মেয়ে। তিনি বর্তমানে সিলেটের শাহপরান থানার খাদিম পাড়া ২নং রোডের আলা মিয়ার বাড়িতে তার স্বামী তাজুল ইসলামের (২৮) সাথে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম হবিগঞ্জের বাহুবল থানার খরিয়া শংকরপপু গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন,  শনিবার (২১ জুন) সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের একটি দরজা ভেতর থেকে লাগানো এবং আরেকটি দরজা খোলা ছিলো। তাজলু ও মনির মধ্যে পারিবারিক বিরোধ থেকে মনোমালিন্য চলছিল বলে জানান এই কর্মকর্তা।