বাংলা নতুন বছরকে বরণের আমেজে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ হবে আগামী ১৩ এপ্রিল। ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে।
গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানোনো হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আয়োজনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সকলকে বাংলাদেশ ডে প্যারেডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সমম্মেলনে আয়োজকরা জানান, প্যারেডে সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্য। প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস-সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।
আয়োজকরা আরও জানান, প্যারেড সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এ সময়ে ব্যস্ততম ৩৭ এভিনিউ যানবাহন চলাচল করবে না। নিউইয়র্ক সিটির পুলিশ প্যারেডের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যারেডের মার্শাল গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ,প্যারেড কমিটির প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্যারেড কমিটি আহ্বায়ক ফাহাদ সোলাইমান।
প্রবাসী থেকে আরো পড়ুন