amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

আমরার নিয়ে


আমাদের সম্পর্কেঃ
আমরার (amraar) একটি ছিলেটি শব্দ। প্রমিত বাংলায় যার প্রতিশব্দ 'আমাদের'। আমার-আপনার গল্প-কথা-ছবি-ঘটনা-রটনা-সুখ-দুঃখ-বিনোদন...ইত্যাদি নিয়েই আমরার। ‘আমরা বলবো, আমাদের কথা’ এই স্লোগান বুকে ধারণ করেই 'amraar.com'।

amraar.com' মানুষের গল্প বলার নতুন ঠিকানা
আমরার—এই ছোট্ট শব্দটার মাঝেই লুকিয়ে আছে একটা গভীর অর্থ। “আমরা” মানে আমি, উনি আর আপনি; আমাদের কথা, আমাদের গল্প, আমাদের অনুভব। আর সেখান থেকেই এসেছে ‘amraar.com’—একটি নিউ মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে রয়েছে মানুষের জীবনের গল্পকে তুলে ধরার নিরন্তর প্রয়াস।

আমরার স্লোগানটাও খুব স্পষ্ট—"আমরা বলবো, আমাদের কথা
সকল মানুষকে নিয়েই আমরা— সকলের হাসি-কান্না, বেদনা, আনন্দ, সংগ্রাম আর স্বপ্নের কথা নিয়েই আমরার 'amraar.com' । এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে খবর শুধু খবর নয়—এটা হয়ে ওঠে গল্প, হয়ে ওঠে অনুভব।বর্তমান সময়ে আমরা চারপাশে প্রচুর খবর দেখি, শুনি, পড়ি। কিন্তু সেইসব খবরে কি থাকে মানুষের মন? আমাদের আবেগ, প্রেক্ষাপট, জীবনের ওঠানামা? amraar.com সকলের আবেগ, প্রেক্ষাপট, জীবনের ওঠানামার আয়না। এখানে প্রতিটি খবর, ফিচার, ভিডিও’র পেছনে শুধুই মানুষের গল্প। আমাদের বিশ্বাস—খবরের কেন্দ্রে থাকা উচিত সেই মানুষগুলো; যার-যাদের জীবনের অংশ ওই ঘটনা।

নিউজ নয়, হিউম্যান ন্যারেটিভ
আমরা খবরকে দেখি ভিন্নভাবে। আমরা চাই, একটা ঘটনা নিয়ে শুধু "কী ঘটলো" বলেই থেমে না যেতে। বরং জানাতে চাই, "কেন ঘটলো, কাকে কীভাবে ছুঁয়ে গেলো, কার জীবনে কী প্রভাব ফেললো?" এই ‘হিউম্যান ন্যারেটিভ’ amraar.com -এর গল্প বলার মূল শক্তি।

ইতিবাচকতা ও বাস্তবতার গল্প
অনেক সময় আমাদের চারপাশে শুধু নেতিবাচক খবর ভেসে বেড়ায়। অথচ, আমাদের জীবনে তো শুধুই দুঃখ নেই—আছে জয়, সাহস, আশা, ভালোবাসা। amraar.com সেই আলোকিত গল্পগুলো খুঁজে বের করে—যেখানে মানুষ উঠে দাঁড়ায়, লড়ে যায়, স্বপ্ন দেখে, জীবন সাজায়। amraar.com মনে করে, এসব গল্প শুধু পাঠকের মন ছুঁয়ে যাবে না, বরং সমাজে আশার আলোও বিলিয়ে দেবে।

সবাই ‘আমরার’ গল্পের অংশীদার
amraar.com শুধু একমুখী খবরে বিশ্বাস করে না। আমরা চাই, পাঠকরাও এই গল্পের ভাষ্যকার হোন। আপনি নিজের কথা বলতে পারেন। আপনার দেখা বাস্তবতা আমাদের দেখাতে-জানাতে পারেন। এভাবেই গড়ে উঠবে এক যৌথ সংযোগ—গণমাধ্যম আর ‘আমরার’ এর মাঝে। আমরা চাই, পাঠকের অনুভূতি, মতামত, অভিজ্ঞতা কন্টেন্টের ভেতরে প্রাণ পাবে। amraar.com –এর কনটেন্ট হবে আপনার চোখ দিয়ে দেখা জীবনের আয়না।

একটা নতুন গণমাধ্যমের ভাষা গড়ার প্রয়াস
আমরা জানি, ইন্টারনেটের দুনিয়ায় খবর এখন হাতে হাতে। কিন্তু সেই সঙ্গে ছড়াচ্ছে ভুল তথ্য, গুজব, বিভ্রান্তি। তাই amraar.com চায় আস্থা, নির্ভরতা আর মানবিক স্পর্শ ফিরিয়ে আনতে। আমরা শুধু তথ্য দেবো না—তথ্যের প্রেক্ষাপট, মানুষের মুখ, জীবনের ছায়া-আলো মিলিয়ে একেকটা গল্প তুলে ধরবো। এতে পাঠক শুধু গল্প বা তথ‌্য জানবেন না, উপলব্ধি করবেন।

ভিজ্যুয়াল, গল্প, ফিচার, ডকু—সবই আছে
নানান মাধ্যমে amraar.com কনটেন্ট প্রকাশ করে—নান্দনিক ফিচার, আবেগঘন ভিডিও ডকুমেন্টারি, বাস্তবভিত্তিক ব্যাখ্যামূলক রিপোর্ট, মানবিক এডিটোরিয়াল। সবকিছুতেই আমাদের চেষ্টা রয়েছে একটা মানবিক গভীরতা যোগ করার।

শেষ কথায়...
amraar.com হচ্ছে আমাদের সবার কথা বলার জায়গা। এখানে আপনার গল্প, আমার গল্প, আমাদের সমাজের গল্প—সব এক হয়ে যায়। আমরা গল্প বলি, কারণ আমরা বিশ্বাস করি—গল্প বদলায়, গড়েও তোলে। সবাইকে নিয়ে এই প্ল্যাটফর্ম হতে চায় এক শক্তিশালী মাধ্যম, যেখান থেকে পরিবর্তনের বাতাস বইবে। খবর শুধু তথ্য নয়—তা হবে মানুষের আত্মারও ভাষ্য।

About Us



Amraar” is a word rooted in the Syloti dialect of Bengali, meaning "ours" in Standard Bengali. It symbolizes a collective spirit—your story, my story, our lives, joys, sorrows, moments, rumour’s, laughter, pain, entertainment—everything that defines us. With the slogan "We Speak, Our Stories" held close to heart, we created amraar.com—a new address for people’s stories.

amraar.com – A New Home for Human Narratives
The word “amraar” may be small, but it holds profound meaning. “We” means you, me, and everyone around us—our voices, our experiences, our emotions. From that very essence comes amraar.com—a new-age media platform committed to narrating the stories of real people, their lives, and their truths. Our mission is clear: “We Speak, Our Stories.” We are here for everyone—for every tear and every triumph, every pain and every joy, every struggle and every dream. Here, news is not just news—it transforms into a story, a sensation, an emotion.

Not Just News—A Mirror of Lives
In today’s world, we are surrounded by a flood of headlines. But do those headlines truly reflect the human spirit? Do they capture the emotional landscapes, the struggles and the triumphs of ordinary lives? amraar.com aims to be a mirror to those very realities—highlighting the human side behind the headlines. Behind every report, every feature, and every video lies a deeper story—one that centres around real people whose lives have been touched by real events.

Not Just News—Human Narrative
At amraar.com, we see news differently. We don’t just ask, “What happened?” We ask, “Why did it happen? Who was affected? How did it change their lives?” This human narrative is the soul of our storytelling. Stories of Positivity and Realism
In a world saturated with negativity, we choose to highlight the light. Our lives aren’t made of sorrow alone—there is victory, courage, hope, and love. amraar.com seeks out these stories—where people rise, fight, dream, and rebuild. We believe such stories do more than move hearts—they inspire societies.

Everyone Has a Voice in Amraar’s Story
We don’t believe in one-way storytelling. At amraar.com, readers are also storytellers. You are invited to share your own voice, your truth, your perspective. This is how we build a shared space—between you and us, between the audience and the medium. Your emotions, insights, and experiences will give life to our content. Each piece will reflect life—as seen through your eyes.

Building a New Language of Journalism
We recognize that in the digital age, news is everywhere. But along with it spreads misinformation, confusion, and mistrust. That’s why amraar.com stands for truth, reliability, and humanity. We go beyond the facts. We dive into the context, the people behind the facts, and the emotions intertwined with every incident. Our goal is not just to inform—but to help you understand.

Visuals, Features, Documentaries, and More
amraar.com brings stories through a variety of mediums— esthetic features, emotional video documentaries, in-depth explanatory reports, and human-cantered editorials. Our content always strives to carry a deep sense of humanity and empathy.

To Conclude…
amraar.com is a platform for everyone’s story. Here, your story, my story, our community’s story—all come together. We tell stories because we believe: Stories transform. Stories build. This platform aspires to become a powerful space where the winds of change begin. Because news is more than information—it is a testament to the human spirit.