amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

এআই

AI

৫০ দিনের বিনামূল্যে এআই প্রশিক্ষণ ও সার্টিফিকেশন

Microsoft AI Skills Fest 2025

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:৪০

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষায় বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট Microsoft। প্রতিষ্ঠানটি শুরু করেছে একটি ৫০ দিনের দীর্ঘ “AI Skills Fest 2025”, যেখানে বিনামূল্যে AI প্রশিক্ষণ, সার্টিফিকেশন, এবং নানান পুরস্কারের সুযোগ পাচ্ছেন বিশ্বব্যাপী আগ্রহীরা।

এই ফেস্টিভ্যালটি শুরু হয়েছে ৮ এপ্রিল এবং চলবে ২৮ মে ২০২৫ পর্যন্ত। Microsoft-এর এই প্রচেষ্টা ভবিষ্যতের কর্মক্ষেত্রে দক্ষ পেশাজীবী গড়ে তোলার এক সাহসী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেস্টিভ্যালের মূল দিকগুলো

AI শিখুন বিনামূল্যে: Microsoft Learn প্ল্যাটফর্মে প্রাথমিক থেকে উন্নত স্তরের এআই ও মেশিন লার্নিং কোর্স রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা নিজের পছন্দমতো কোর্স বেছে নিতে পারবেন।

গিনেস রেকর্ডের লক্ষ্য: ফেস্টিভ্যালের প্রথম দিনেই একসঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষকে AI প্রশিক্ষণ দিয়ে Guinness World Record গড়ার চেষ্টায় নেমেছে Microsoft।

সার্টিফিকেশন ও পুরস্কার: অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিনামূল্যে Microsoft AI সার্টিফিকেশন এক্সাম ভাউচার, ব্যাজ, ও বিশেষ ছাড়।

লাইভ সেশন ও ওয়ার্কশপ: খ্যাতনামা প্রযুক্তিবিদ ও Microsoft MVP-দের অংশগ্রহণে লাইভ সেশন ও ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন।

Microsoft Learn Challenge: নির্দিষ্ট লার্নিং পাথ সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন ডিজিটাল ব্যাজ ও বিশেষ সার্টিফিকেট।

কে অংশগ্রহণ করতে পারবেন?

শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, পেশাজীবী কিংবা উদ্যোক্তা—সবাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। AI বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে নতুনরাও সহজে শেখার সুযোগ পান।

নিবন্ধন ও অংশগ্রহণ

ওয়েবসাইট: https://aiskillsfest.event.microsoft.com
Microsoft Account দিয়ে লগইন করে মাত্র কয়েক ক্লিকেই শুরু করা যাবে শেখার যাত্রা।

Microsoft-এর বার্তা

Microsoft-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা চাই বিশ্বের প্রতিটি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন হোক এবং এই প্রযুক্তিকে নিজের উন্নয়নে ব্যবহার করুক। AI এখন আর ভবিষ্যতের কথা নয়, এটি বর্তমান।”

এআই থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন