ছুটি যে শেষ হলো আজ
এবার আমার পালা,
খোকা কেন আসে না কাছে
আমি যে একেলা।
সত্যি করে বল না খোকা
কবে আসবি ঘরে?
আমি আছি পথ চেয়ে তোর
রাতের অন্ধকারে।
জানিস খোকা এখন আমার
বড়ই একা লাগে,
কেউ নেয়না খােঁজ আমার
চার দেওয়ালের মাঝে।
ছোটবেলায় ঘুমের ঘরে
থাকতি আমার বুকে,
বলতি বাবা যেওনা ছেড়ে
আমায় একা রেখে।
মানিক আমার সোনা আমার
আয়না আমার বুকে,।।
রাখবো তোকে যতন করে
আমার হৃদয় মাঝে।
আসর থেকে আরো পড়ুন