amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

কৃষি

হাওরে ৯০ ভাগ ধান পাকেনি, বর্ষ‌ণের পূর্বাভাসে চিন্তায় কৃষক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ১৪:৩৬

চল‌তি বোরো মৌসুমে আগাম জাতের ধান কাটার কাজ শুরু হলেও সিলেট অঞ্চলের হাওরের ৯০ শতাংশ ধান এখনও কাঁচা অবস্থায় রয়েছে।
নেত্রকোনার হাওরেও একই অবস্থা, যেখানে বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে ধান কাটতে আরো কিছু সময় লাগবে।
ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে কৃষকরা উদ্বিগ্ন, কারণ অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং হাওর রক্ষা বাঁধ ভেঙে ফসল ডুবে যেতে পারে।
হাওরাঞ্চল দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৩০ শতাংশ জোগান দেয়। তবে, প্রতি বছরই পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয়, যা খাদ্য সরবরাহে বিরূপ প্রভাব ফেলে।
বর্তমানে, সুনামগঞ্জের কৃষি বিভাগ কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে এবং জেলার বিভিন্ন হাওরে ধান কাটার কাজ চলছে।
তবে, বৃষ্টির কারণে কিছু ক্ষেত্রে কাজ ব্যাহত হচ্ছে। কৃষি বিভাগ সেচ এবং বন্যা প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর চেষ্টা করছে। নেত্রকোনা ও সুনামগঞ্জের কৃষকদের মধ্যেও বজ্রপাতের আতঙ্ক রয়েছে।
কারণ সম্প্রতি বজ্রপাতে কয়েকজন কৃষক প্রাণ হারিয়েছেন। কৃষকরা দ্রুত ধান কাটার জন্য প্রস্তুত হচ্ছেন, তবে আবহাওয়ার ওপর তাদের নির্ভরশীলতা রয়েছে।

কৃষি থেকে আরো পড়ুন