জীবন যেন সাগর জলে
কখনো টানে কখনো ছলে
আনন্দে ভরে হৃদয় মোর,
আবার বাজে বদেনার সুর।
কখনো হাসি, কখনো কান্না,
স্বপ্নরে মাঝে ধরা হানা।
উত্থান দেখে জেগে উঠে মন,
পতনে শেখে সহন শক্তি অনন।
পথ যে মসৃণ, তা নয় সত্যি
কাঁটা থাকে রক্ত ঝরে নিত্যই।
তবু থেমে যাই না পথচলায়,
আশা জাগে আলো জ্বলায়।
দুঃখ বলে "তুই তো কাঁদিস না?"
সুখ বলে, "দেখ, আমি আছি না!"
তাদের মাঝে চলি নির্ভয়ে
ভবিষ্যতের আশায় হৃদয়ে।
উত্থান শেখায় র্গব-ভরে বাঁচা,
পতন শখোয় বিনয়ে থাকা।
এই দুইয়রে মাঝে খোঁজি আমি
জীবন নামের এক অমল গল্পগাথা।
আসর থেকে আরো পড়ুন