amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

আসর

মনের দরজার সামনে

প্রকাশ: ২১ মে ২০২৫ ১৯:১৩

আমি তোমার মনের দরজা ভাঙার চেষ্টা করব না।
আমি শুধু চুপচাপ বাইরে বসে থাকবো,
প্রতিদিন একটা করে ফুল রেখে যাবো 

এই আশায়, কোনো একদিন
সেই ফুলের গন্ধ তোমাকে দরজা খুলতে বাধ্য করবে।
আমার জন্য নয়,
বরং সেই নিঃশব্দে অপেক্ষা করা ভালোবাসার জন্য।

আমি হবো না কোনো দাবির সুর,
আমি হবো একটানা হাওয়া
যে তোমার মন ছুঁয়ে যায়,
নাড়ায়, কাঁপায়, আবার নিঃশব্দে সরে যায়।

আমি চাই না তুমি আমায় ভালোবাসো,
আমি চাই তুমি অনুভব করো
ভালোবাসার এমন রূপও হয়,
যার কোনো চাহিদা নেই,
শুধু একটি অদৃশ্য হাত,
যা তোমার পাশে বসে থাকে… না বলা কিছু নিয়ে।

একদিন যদি তুমি ফিরে তাকাও,
একফোঁটা চোখের ভেতরে
এই নীরব অপেক্ষাকে খুঁজে পাও
তবেই আমি জিতে যাবো।
 

আসর থেকে আরো পড়ুন