amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশ: ৩১ মে ২০২৫ ১০:১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। সারাদেশের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় অংশ নেবেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। 

শনিবার (৩১ মে) এক ঘণ্টার এই এমসিকিউ ভিত্তিক পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

দেশের সবচেয়ে বড় এই একাডেমিক পরীক্ষার আয়োজন ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যেমন প্রত্যাশা রয়েছে তেমনি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়জনিত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

সম্প্রতি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দেশের সাতটি বিভাগের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রভিত্তিক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক কেন্দ্র বণ্টনে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে ঢাকা বিভাগে মোট ২৪৭টি। খুলনা বিভাগে রয়েছে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, চট্টগ্রামে ১৩৪টি, রংপুরে ৯৬টি, বরিশালে ৫৯টি এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্র। সরকারি কলেজের পাশাপাশি স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং শিক্ষার্থীদের তা এক ঘণ্টার মধ্যে সমাধান করতে হবে। মেধাতালিকা প্রস্তুতের ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।

এছাড়া, নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষাকেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমে ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৪ মে নির্ধারণ করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ও কারণে তা আরও এক সপ্তাহ পিছিয়ে ৩১ মে পুনঃনির্ধারণ করা হয়।

 

শিক্ষা থেকে আরো পড়ুন