amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

অপরাধ

নড়াইলে সেনা অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৫ ১৯:১৫

নড়াইলের কালিয়া উপজেলা থেকে একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পুরুলিয়া এলাকা থেকে এটি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আজ সোমবার সকালে নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্যা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছিলেন বলে খবর পায় সেনাবাহিনী। এরপর গতকাল রাতে সোহানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সোহানের বিছানায় নিচে লুকিয়ে রাখা একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত) উদ্ধার করা হয়। তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

বেলা তিনটার দিকে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আদালতের অনুমতি নিয়ে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরাধ থেকে আরো পড়ুন