amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

খেলা

‘প্রিয় প্রতিপক্ষের’ বিপক্ষে আরেকটি সেঞ্চুরি মুশফিকের

প্রকাশ: ১৭ জুন ২০২৫ ১৭:৫৮

শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে উঠেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লঙ্কান বিপক্ষেই। আরও একবার তার ব্যাট কথা বললো প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে। গল টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর সেঞ্চুরির তুলে নিয়েছেন মুশফিক। ৫ চারের সাহায্যে ১৭৬ বলে সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

মঙ্গলবারের সকালে যখন তিনি ব্যাট হাতে নামেন, স্কোরবোর্ডে বাংলাদেশের রান মাত্র ৪৫, উইকেট পড়ে গেছে তিনটি। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সঙ্গে মিলে গড়ে তোলেন ২৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি। আর সেই জুটির ছায়াতেই এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সেঞ্চুরির মুহূর্তে বোলার ছিলেন আসিথা ফার্নান্দো। ১২৬ কিলোমিটার গতির গুড লেন্থ বলটি তিনি ঠেকালেন অফ স্টাম্পের সামনে থেকে। ব্যাটে ভেতরের ধারে লাগলেও সৌভাগ্যক্রমে বল সোজা স্টাম্পে লাগেনি। বল গড়াতে থাকে উইকেটের পাশে আর মুশফিক ততক্ষণে ১ রান নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঘরে।

সেঞ্চুরি উদযাপন ছিল শান্ত কিন্তু অর্থবহ—হেলমেট খুলে উপরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানান, সতীর্থদের দিক থেকে আসা করতালিতে নিজের কাজের স্বীকৃতি পান। শান্ত তখনই এগিয়ে এসে জড়িয়ে ধরেন দলের এই নির্ভরযোগ্য ব্যাটারকে।

এই শতক এসেছে প্রায় ১১ মাস পর। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে করা ১৯১ রানের ম্যাচ উইনিং ইনিংসের পর থেকেই রানখরা চলছিল মুশফিকের ব্যাটে। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার গলে তিনি ফিরেছেন নিজের চেনা রূপে।

তার এই ইনিংসে ছিল সংযম ও ম্যাচ পড়ার অনন্য ক্ষমতা। শতকে পৌঁছাতে খেলেছেন ১৭৫ বল, হাঁকিয়েছেন ৫টি চার। তার ব্যাটিংয়ের সৌন্দর্য ছিল শট নির্বাচনে এবং চাপকে উপেক্ষা করে শান্তর সঙ্গে দারুণ বোঝাপড়ায় ইনিংস গড়ে তোলায়।

শেষ খবর অনুযায়ী, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ রান। ক্রিজে দুই শতকধারী—শান্ত ও মুশফিক। এই ইনিংস বাংলাদেশকে বড় স্কোরের পথে নিয়ে যাবে বলেই আশা দলের।

খেলা থেকে আরো পড়ুন