amrar আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ... |
সর্বশেষ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের | অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম | প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে গয়েশ্বর বললেন, ‘নিন্দিত হয়ে বিদায় নিয়েন না’ | মেয়র পদে ইশরাকের শপথ আটকাতে আপিলে যাবেন রিটকারী | গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারী প্রসঙ্গে সেনাবাহিনীর ব‌্যাখ‌্যা | চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত | জোবাইদা রহমানের আপিল শুনানি শুরু | সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি | বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ | রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

চায়ের দেশ

সিলেট-১ আসনে মাওলানা হাবিবুরকে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশ: ২০ মে ২০২৫ ২৩:৪২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানকে মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-নগর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঐক্যকে ধরে রাখতে হবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মূখ জননেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব। সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে।

সিলেট-১ আসনের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী উল্লেখ করে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বস্তরের জনশক্তিকে মাওলানা হাবিবুর রহমানের জন্য কাজ করতে হবে। সিলেটের আপামর জনতার ভালোবাসায় তিনি সিক্ত হবেন এবং জনগণের সহযোগিতায় সামনে এগিয়ে যাবেন বলে তার প্রত্যাশা।

 

চায়ের দেশ থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন