উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর সময় প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দিচ্ছেন নাহিদ ইসলাম। ফাইল ছবি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম। এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সঙ্গে ছিলেন।
এরপর অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের আগে ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার অভ্যত্থানের পর গত বছরের ৮ আগষ্ট তিনি সরকারের উপদেষ্টা হন।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নাহিদ ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিযেছিলাম।’
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাক্ষাৎ করেন। সম্প্রতি এই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছে বিএনপি।
স্বদেশ থেকে আরো পড়ুন