ছবি: সংগৃহীত
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল ৩০ মিনিট। শমসেরনগর-কুলাউড়ার মধ্যে লংলার রাউৎগাঁও এলাকায় প্রায় ৩০ ফিট লাইন বেঁকে যায়। এতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট আটকে থাকে। দূর থেকেই রেললাইন বাঁকা দেখতে পেয়ে চালক ইমারজেন্সি ব্রেক করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার রোমান আহমদ।
তিনি বলেন, অতিরিক্ত গরমে বিকেল ৩টার দিকে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।
এ ঘটনায় ট্রেনের এক যাত্রী তমিজ উদ্দিন জানান, চালক সতর্ক থাকায় রেললাইন বেঁকে যাওয়া বুঝতে পেরে জরুরী ভিত্তিতে ব্রেক কষেন। চালকের এমন দক্ষতায় বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস।
চায়ের দেশ থেকে আরো পড়ুন