বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবেÑ এ সিদ্ধান্ত বাংলাদেশের। দ্রুত কিংবা বিলম্বে নির্বাচন, যাই হোক না কেন; সেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো মতামত নেই। আমরা সংস্কার প্রক্রিয়া দেখছি এবং বাস্তবায়নে সহযোগিতা করছি।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রাজশাহী মহানগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকারচর্চায় খুবই সক্রিয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোন দলগুলো নির্বাচনে অংশ নেবে, সেটি তারা সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করব, গণতন্ত্রের আন্তর্জাতিক মানদণ্ডে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জটিল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিল। সরকারকে প্রশংসা করতে হয়, কারণ পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি চাপমুক্ত হয়ে উন্নতি করছে।’ মাইকেল মিলার বলেন, মিথ্যা তথ্য-উপাত্ত দেওয়া, ডকুমেন্টেশন সঠিক না হওয়ার কারণে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। তবে আবেদন করে সফল হওয়ার সংখ্যাও কম নয়।
রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হলোÑ রোহিঙ্গা ক্যাম্পে অর্থায়ন নিয়ে কোনো চাপ নেই। যেকোনো মূল্যে আমরা পাশে আছি। স্থিতিশীল অবস্থা থাকবে বলে আশা করি। তিন দিনের সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাজশাহী থেকে ঢাকায় ফেরেন। আগের দুদিন তিনি পুঠিয়া মন্দির, জেলা নির্বাচন অফিস, চেম্বার অব কমার্স, বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।
সম্পর্ক থেকে আরো পড়ুন