amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

অন্যান্য

৭০ বছর ‘লিভ-ইন’, অবশেষে ৯৫ বছরের বর ও ৯০ বছরের কনের বিয়ে!

প্রকাশ: ১৪ জুন ২০২৫ ১০:৪৬

প্রতীকি এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

দীর্ঘ ৭০ বছর ‘লিভ-ইন’ করে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী বর ও ৯০ বছর বয়সী কনে। দুজনেই দীর্ঘ সাত দশক ধরে একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিকভাবে কখনো বিয়ে করেননি। তাদের রয়েছে আট সন্তান। অনেক সন্তানই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি অনেক নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে। 

ভারতীয় গণমাধ‌্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে পূর্ণতা পেল দীর্ঘ দিনের ভালবাসা। ঢাক ঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। তাদের বিয়ে এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল।

জানা যায়,তারা দুজনেই লিভ ইন করেছে ৭০ বছর। এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তারা। অবশেষে শেষ জীবনে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে আপত্তি করেননি তাদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরাও। 

বিয়ের অনুষ্ঠানে রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। ছবি- সংগৃহিত

সম্প্রতি বর-কনের ইচ্ছায়, পরিবার আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। আনানো হয় ডিজে, সাজানো হয় পুরো বাড়ি। গায়ে হলুদ থেকে শুরু করে সাতপাকে বাঁধা— সব অনুষ্ঠানই পালন করা হয় ঘটা করে। গোটা গ্রাম এই বিয়েতে অংশ নেয়।

নবদম্পতির এক ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।’

 

অন্যান্য থেকে আরো পড়ুন