amrar আজ সোমবার | ০৪ আগস্ট ২০২৫ | ... |

চায়ের দেশ

সিলেটে আর কোন পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা

শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে

প্রকাশ: ১৪ জুন ২০২৫ ১৪:২০

ছবি: সংগৃহীত

সিলেটের আর কোন পাথর কোয়ারি ইজারা দেওয়া হবেনা বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 
এসময় তার সাথে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ দুই উপদেষ্টা জাফলং ইসিএ এলাকা পরিদর্শন করেন। 
পরিদর্শন শেষে উপদেষ্টারা জানান, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তাঁরা।
এ সময় স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খুব শিগগিরই অবৈধ সব পাথরভাঙার মিল (ক্রাশার মেশিন) সরিয়ে ফেলার নির্দেশ দেন উপদেষ্টারা।
জাফলং সফরের অংশ হিসেবে পিয়াইন নদীও ঘুরে দেখেন তাঁরা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকজন শ্রমিক। পরে প্রায় ১০ মিনিট পর পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
 সৈয়দা রিজওয়ানা বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে  ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
 

চায়ের দেশ থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন